বিজ্ঞপ্তি। ০৬ মার্চ ২০১৭।

বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘অগ্নিবীণা বাংলা সংঘ’র গঠন করা হয়েছে। ৪৯ সদস্য বিশিষ্ট এক বৎসর মেয়াদী এ সংগঠন গঠন করা হয়। গতকাল রবিবার কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিবুর রহমান এ পরিষদ অনুমোদন করেন। এর আগে পরিষদের খসড়া তালিকা বিভাগের প্রভাষক শফিকুল হক ঘোষণা করেন। শনিবার পরিষদের ঘোষণা দেন প্রভাষক মো. মনির আলম।

‘অগ্নিবীণা বাংলা সংঘ’র কার্যকরী পরিষদের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক বাদল খাঁন, সাংগঠনিক সম্পাদক আহমদ রেজা চৌধুরী।

এ সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন জ্যৈষ্ঠ সহ সভাপতি তাইছির মাহবুব রাজন, সহ সভাপতি আয়শা সিদ্দিকা, মো. সালাউদ্দিন, সুহিন খাঁন, রিপন আহমদ, আমিন উদ্দিন, জ্যৈষ্ঠ যুগ্ম সম্পাদক কবির খাঁন, যুগ্ম সম্পাদক কবিতা দাশ, সাজেদা আক্তার, জাহেদা রিমা, হামিদা আক্তার, অর্থ সম্পাদক মোশাহিদুল ইসলাম, সহ অর্থ সম্পাদক রাশেদা ফৈরদোসী শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক শামীমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, মাহমুদা বেগম মিলি, শিক্ষা সম্পাদক সাজু আহমেদ, রুহিনা বেগম, সমাজসেবা সম্পাদক আব্দুল লতিফ, জেসমিন আক্তার, প্রচার সম্পাদক তারেকুল ইসলাম, রুমন আহমদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক জয়নাল হোসেন, সুহাদা বেগম।

এ ছাড়াও কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য সুমানা আক্তার রুনা, পল্লবী দাস, নাজমীন বেগম, ফারহানা আক্তার, ফারজানা আক্তার, হাসিনা আক্তার, লিমা বেগম, নাজিয়া সুলতানা, মারুখ আহমদ, রুনা বেগম, কান্তা রাণী দাস, জান্নাতুল ইসলাম, তামান্না উদ্দিন, লোকমান হোসেন মুন্না, দিনারুল আমিন, শাহিদা বেগম মিশি ও নাজমুল ইসলাম।