বিয়ানীবাজার সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। বুধবার অনুষ্ঠিত পরিচিতিমূলক ক্লাসে অংশ নেন কলেজের ৭ টি বিভাগের ৩ শতাধিক শিক্ষার্থী।

স্ব স্ব বিভাগের শ্রেণিকক্ষে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গ্রহণ করেন কলেজ কর্তৃপক্ষ। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভাগের ক্লাসরুমসূমহ পরিদর্শন করে নবাগত শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান সহ শিক্ষকবৃন্দ।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস করতে পেরে খুশি নবাগত শিক্ষার্থীরা। ক্লাস শেষে তাদের আনন্দদায়ক অনুভূতি প্রকাশ করে তারা।

কলেজ ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ও নজরদারিতে ওরিয়েন্টেশন ক্লাস চালিয়ে নিতে পেরেছেন বলে জানায় কলেজ প্রশাসন।