বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের বার্ষিক শিক্ষাসফর সম্পন্ন হয়েছে। বুধবার দিনব্যাপী প্রাকৃতিকর সৌন্দর্যের লীলাভূমি জাফলং এর পর্যটন কেন্দ্র উপভোগ করেন বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বাংলা বিভাগের প্রভাষক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রভাষক মো. এমদাদুল হক।

অগ্নিবীণা বাংলা সংঘের সভাপতি হোসাইন আশরাফ ও সহ সভাপতি আকমল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অগ্নিবীণা বাংলা সংঘের পরিচালক আহমদ রেজা চৌধুরী, সাবেক সহ সভাপতি দিনারুল আমিন, মাহবুবুল ইসলাম, সদস্য আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান চৌধুরীসহ আরো অনেকে।

বাসযোগে যাতায়াতকালে কোরআন তেলায়াত, কবিতা আবৃত্তি, গান ও কৌতুক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সুন্দর ও সুশৃঙ্খলভাবে শিক্ষাসফর সম্পন্ন করতে পেরে স্বস্তি প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক প্রশান্ত মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‌বিয়ানীবাজারে ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড বিএনপির গণ সমাবেশের প্রচার মিছিল