আজ প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বিয়ানীবাজার সরকারি কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি। ২টি জিপিএ-৫সহ কলেজের ৯৫৩জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। পাশের হার ৭৬.৫৫ ভাগ। ফেল করেছেন ৩০২জন শিক্ষার্থী।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-এ গ্রেডে ৪৪জন জন, এ- গ্রেডে ১৫৭জন এং বি, সি ও ডি গ্রেডে ৭৫০জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

বিজ্ঞান বিভাগে জিপিএ-এ+ পেয়েছেন ১জন, এ গ্রেডে কৃতকার্য হয়েছেন ৩৩জন, এ- গ্রেডে ৮৯জন এবং বি, সি ও ডি গ্রেডে ৬০জন কৃতকার্য হন।

ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ- এ গ্রেডে ০৯জন, এ- গ্রেডে ৪৫ জন এবং বি, সি ও ডি গ্রেডে ২০৩জন কৃতকার্য হয়েছে।

মানবিক বিভাগে জিপিএ- এ+ ১জন, এ গ্রেডে ০২ জন, এ- ২৩ এবং বি, সি ও ডি গ্রেডে ৪৮৭জন কৃতকার্য হয়েছেন।

কলেজের সব চেয়ে বেশি ৫১২জন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে কতৃকার্য হয়েছেন। তবে এ বিভাগের সবচেয়ে বেশি ২১৫জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশের হার অন্য দুই বিভাগের চেয়ে কম (৭০.৪৩)। এ বিভাগের ৭২৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

সবচেয়ে কম শিক্ষার্থী ফেল করেছে বিজ্ঞান বিভাগে। পাশের হারের দিক থেকে এ বিভাগে এগিয়ে। ১৮৩জন শিক্ষার্থী উত্তীর্ণ এবং ২৯ জন শিক্ষার্থী ফেল করেন। পাশের হান ৯০.৫৯। পরীক্ষায় অংশ নেন ২০২জন শিক্ষার্থী।

ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৮১.৬৫ ভাগ। এ বিভাগের ৩১৬ জন শিক্ষার্থীর মধ্যে কতৃকার্য হয়েছেন ২৫৮ জন এবং ফেল করেন ৫৮ জন।