বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. এনামুল হক তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটের সময় তিনি সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন, সহকর্মী, হাজারো শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানা গেছে, সহকারী অধ্যাপক মো. এনামুল হক তালুকদার করোনায় আক্রান্ত ছিলেন। সপ্তাহ দুয়েক আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন৷ মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (আজ) বাদ যোহর সিলেট নগরীর শাহজালাল উপশহররের ই ব্লক মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট নিয়ে সমাহিত করা হবে।

এদিকে, শিক্ষক মোহাম্মদ এনামুল হক তালুকদারের মৃত্যুতে শোকে মুহ্যমান তার সহকর্মী, স্বজন ও শিক্ষার্থীরা।

বিয়ানীবাজার সরকারি কলেজে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু