বিয়ানীবাজার সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটের বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে কলেজের রোভার স্কাউট ইউনিটের গ্রুপ সভাপতি ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র রোভার মেট রুমন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ (অব.) প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. শহিদুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার নিকসন দাশ।

স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান করে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্যাম্পাসের খালি জায়গায় বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধিগাছ রোপণ করা হয়।

বিয়ানীবাজারে বিষমুক্ত লাউ চাষে লাভবান কৃষক