বিয়ানীবাজার সরকারি কলেজে দুই শিফটে পাঠদান কার্যক্রম চালু হয়েছে। আজ রবিবার (৭ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজে সুষ্ঠু পাঠদানের সুবিধার্থে ৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রথম শিফটে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত একাদশ শ্রেণির (২০১৯-২০ শিক্ষাবর্ষ) এবং দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হবে। এই সময়ের মধ্যে একাদশ ও দ্বাদশ শিক্ষার্থী ব্যতীত অন্য কোন শিক্ষার্থী ক্যাম্পাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।

অন্যদিকে, দ্বিতীয় শিফটে স্নাতক (পাস), স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির পাঠদান বেলা ১২টা থেকে শুরু হবে। দ্বিতীয় শিফটে দাপ্তরিক কাজে আগতরা ক্যম্পাসে প্রবেশ করতে পারবে।

এদিকে, প্রথম শিফটের পাঠদান শুরু হওয়ার পুর্বে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদেরকে কলেজের নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ শিফটের পাঠদান চলাকালে কলেজের মূল ফটক বন্ধ থাকবে।