বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অ্যাপক নুরুল ইসলাম (এন আই) স্যারের জানাযা সম্পন্ন হয়েছে। বিকাল সাড়ে ৫টায় জানাযার নামাজর অনুষ্ঠিত হয়।

জানাযা অংশ নেন এন আই স্যারের দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, স্বজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানাযার নামাজ শেষে সিলেটের শাহপরান মাজারের পশ্চিম টিলায় স্যারের দাফন সম্পন্ন করা হবে। লাশবাহি এ্যম্বুল্যান্স পৌনে ৬টায় সিলেটের শাহপরান মাজারের উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, এসআই স্যারের সহকর্মী প্রাক্তন অধ্যাপক রফিক উদ্দিন, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরীয়া, বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম মোস্তাক আহমদ, শিক্ষামন্ত্রীর মুখপাত্র দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল প্রমুখ।