শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে পাঠদানের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয় প্রাঙণে বসানো হয়েছে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলার সরঞ্জাম।

প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাসের বিরতিতে ছাত্র-ছাত্রীরা স্লিপার থেকে পিছলে পড়ছে, কেউবা দোলনায় দোল খাচ্ছে, আবার কেউ ব্যালেন্সিং যন্ত্রে ওঠানামা করছে বিদ্যালয়ে মাঠে স্থাপন করা দোলনা, স্লিপার, ব্যালান্সিং, ল্যাডার কিংবা অন্যান্য খেলনা সামগ্রীতে।

উপজেলা শিক্ষা কর্মকতা মো. রোমান মিয়া বলেন, ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে সংযোগ করা হয়েছে বিনোদনের এই কার্যক্রম। মনোরম এমন পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ পেয়ে বিদ্যালয়বিমুখ শিক্ষার্থীরা হয়েছে বিদ্যালয়মুখী। এতে বেড়েছে উপস্থিতি ও পড়াশোনার চাহিদা।

প্রতিদিন স্কুলে এসে পড়ার সময়ে পড়া এবং টিফিনের সময় খেলাধুলা করার সুযোগ পেয়ে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য অন্যান্য স্কুলগুলোতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

‌ বিয়ানীবাজারে পড়ার সাথে খেলার সুযোগ পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা