বিয়ানীবাজার উপজেলা অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল (৫ জানুয়ারি) রবিবার সংগঠনের ২৮ বছর পূতি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আশরাফুল আলম রিমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাইটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী নজরুল হক।

বিশেষ অতিথির বক্ত্যব রাখেন সোসাইটির উপদেষ্টা ডা. মাহবুবুল হক সুজা, আতাউর রহমান, শফিক আহমদ, আছাদ উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সেলিম আহমদ,  মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি  ও সোসাইটির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মাহতাবুর রহমান, প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুস সালাম মতলিব, সাবেক আহ্বায়ক সরফরাজ তারাকী, সাবেক সভাপতি শাব্বির আহমদ, শামীম আহমদ, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও সোসাইটির কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান আফজল।

সোসাইটির কোষাধ্যক্ষ ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির শিক্ষা সম্পাদক ইসলাম ইসলাম উদ্দিন হেলাল, সহ- শিক্ষা সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক কামরুল হোসেন, সহ-ধর্ম সম্পাদক তাজবির আহমদ ছাইম সহ-ক্রীড়া সম্পাদক শাকরান হোসেন, সদস্য শাহ আলম শাওন, এমাদ হোসেন।

অনুষ্ঠানে মরহুম আয়াছ আলী চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা। ৪ ধাপে ২৫জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আব্দুল করিম, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কিন্ডারগার্টেন শাখার শিক্ষক আতাউর রহমান, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সহ-প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, অফিস সম্পাদক হাসান আহমদ সহ মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সদস্যবৃন্দ।