বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার মধ্যবর্তী স্থানে সুনাই নদীর তীরে জমে উঠেছে নতুন বাজার। সোমবার (১০ আগস্ট) নদীর দুইপাড়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের এক আনুষ্ঠানিকতায় ‘সুনাই নওয়া বাজার’ নামের নতুন বাজারটির যাত্রা শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন এ বাজারটি প্রথম দিনেই ব্যাপক জমে ওঠেছে। ক্রেতা-বিক্রেতা আনাগোনায় মুখরিত সুনাই নদীর তীরবর্তী এ নতুন বাজারটি। প্রথম দিন বিদ্যুৎ না থাকলেও জেনারেটর দিয়ে আলোক বাতির ব্যবস্থা করা হয়েছে। এতে সহজে বিক্রেতারা বিভিন্ন রকমের তরকারি, নিত্যপণ্য, মাছ ও ফলের পসরা সাজিয়ে অস্থায়ী দোকান গড়ে তুলেছেন৷ বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ছিল ভীড়।

নতুন বাজারে আগত সাইফুর রহমান সাইফ নামের এক ক্রেতা বলেন, নতুন বাজার বসেছে কথা শুনে আসলাম। বাজারে মাছের দাম তুলনামূলকভাবে কম দেখে ৭০০ টাকার মাছ কিনলাম। ফখরুল ইসলাম চৌধুরী নামের আরেক ক্রেতা বলেন, বাড়ির পাশে বাজার প্রথমেই এটা আমাদের জন্য খুশির খবর। বাজার থেকে মাছ, তরকারি ও পান কিনলাম।

কথা হলো মুদি দোকানি জুবের আহমদের সাথে। তিনি বলেন, আমাদের এখানে সাপ্তাহিক হাটবাজারটি আজ নতুন যাত্রা শুরু করে। বাজারে ক্রেতাদের আনাওনা বাড়ায় আমরা বেচাবিক্রি ভালোই করতে পেরেছি। আইসক্রিম বিক্রেতা বেলাল উদ্দিন বলেন, এখানে নিয়মিত আইসক্রিম বিক্রি করে। তবে অন্যান্য দিনের তুললায় আজ বেশি আইসক্রিম বিক্রি হয়েছে। মাছ বিক্রেতা শাবুল আহমদ বলেন, নতুন বাজার হিসেবে আজ মাছ বিক্রয় মোটামুটিভাবে ভালই হয়েছে।

বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন আহমদ বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতার সাথে দর্শকেরও উপচেপড়া ভীড় রয়েছে। প্রথমদিনেই সুনাই নওয়া বাজারে যথেষ্ট বিক্রয় হয়েছে। বাজার ব্যবস্থা সুষ্ঠুভাবে রাখতে আমরা সার্বক্ষণিক সেবা প্রদান করে যাচ্ছি।

এদিকে, এর আগে এদিন বিকালে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মইন উদ্দিন চৌধুরীসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার সম্ভাবনা থাকলেও উদ্যোগ নেই পর্যটন শিল্পে