বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আগামী পরশু মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ রবিবার মধ্যরাতে শেষ হবে পৌর নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা। প্রচারণা শেষ দিনের তিন মেয়র প্রার্থীর পথসবা নিয়ে উদ্ভুত পরিস্থিতির সমাধান হয়েছে। উপজেলা প্রশাসন আলোচনার ভিত্তিতে তিন মেয়র প্রার্থীকে পৌরশহরের তিন স্থানে পখসভার করার অনুমতি প্রদান করেছেন।

আজ একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পথসভা একই সময় হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। কাছাকাছি স্থানে একই সময় স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেনের পথসভা থাকায় পৌরশহরের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্ন ঘটার উপক্রম হয়। উপজেলা প্রশাসন তিন মেয়র প্রার্থীর প্রতিনিধিদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেন। তিন মেয়র প্রার্থীর প্রতিনিধিরাও প্রশাসনকে এ বিষয়ে সহযোগিতা করেছেন।

আজ রবিবার দুপুর দুইটায় উত্তরবাজার মক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী নৌকার মাঝি আব্দুস শুকুরের শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হবে। একই সময় নিউ মার্কেট মোড়ে বিএনপি মনোনীয়ত মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের আবু নাসের পিন্টু এবং দক্ষিণবাজারে স্বতন্ত্র মেয়র প্রার্থী জগ প্রতীকের তফজ্জুল হোসেন নির্বাচনী প্রচারণা শেষ পথসভা অনুষ্ঠিত হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান বলেন, সকলের সহযোগিতা ও উধার মন মানসিকতার কারণে থুব সহজের সব কিছু সমাধান হয়েছে। আশাকির নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরও বিয়ানীবাজারের পরিস্থিতি এরকম সৌহার্দ্যপূর্ণ থাকবে। কারণ এখানকার মানুষজন একের প্রতি অন্যজন খুবই আন্তরিক- যার কারণে নির্বাচন পূর্ব কোন সহিংষতা ঘটেনি। আশা করি নির্বাচন পরেও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না।