বিয়ানীবাজার নিউজ ২৪। ০৬ এপ্রিল ২০১৭।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আগামী ২৫ এপ্রিল ৯ ওয়ার্ডের ১০ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের ভোটাধিকার প্রয়োগ করবেন এ পৌরসভার ২৫ হাজার ২৪জন ভোটার। আজ বৃহস্পতিবার ৬ এপ্রিল দলীয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়। প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন মেয়র ও কাউন্সিরর প্রার্থীরা।

মেয়র পদে ৬, সংরক্ষিত কাউন্সিরর পদে ৭ এবং কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডের ৬৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মেয়র পদে আব্দুস শুকুর, নৌকা, আবু নাসের পিন্টু ধান, শমসের আলম মশাল, তফচ্চুল হোসেন জগ, আবুল কাশেম পল্লব মোবাইল ফোন এবং জমির হোসাইন রেল ইঞ্জিন প্রতীক পেয়েছেন।

প্রতীক প্রাপ্তীর পর থেকে প্রার্থীদের কর্মী সমর্থকরা পোস্টার, ফেস্টুনে টানানে ব্যস্ত হয়ে পড়ছেন। আজ থেকে । আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভোট উৎসবের। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটবে একটি কাঙ্খিত নির্বাচনের মাধ্যমে। ২৫ এপ্রিল দিন শেষে বিয়ানীবাজারবাসী পাবেন প্রথমবারের মতো নির্বাচিত নগরপিতা।