বিয়ানীবাজার নিউজ ২৪। ০২ এপ্রিল ২০১৭।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র অবৈধ হওয়া তিন মেয়ার প্রার্থীদের শুনানি আজ রবিবার ১২টায় অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১২টায় পৌরসভার ১ থেকে ৬ ওয়ার্ডের মনোনয়ন অবৈধ হওয়া কাউন্সিলর প্রার্থীদের শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে আপিলের রায় আগামী ৪ এপ্রিল বিয়ানীবাজার নির্বাচন অফিস থেকে জানার জন্য প্রার্থীদের বলা হয়েছে। আপিল শুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

শুনানি শেষে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান টিপু বলেন, আপিল শুনানি হয়েছে। রায় আগামী ৪ এপ্রিল বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কিংবা সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা যাবে। তিনি মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়ে দারুণ আশাবাদি।

৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবিএস সিদ্দিক বলেন, খুব ভালভাবে শুনানি শেষ হয়েছে। আমার বিশ্বাস ৪ এপ্রিল মনোনয়ন বৈধ হওয়ার খবর পাব।

পৌরসভার ৭ থেকে ৯ ওয়ার্ডের মনোনয়ন অবৈধ ঘোষিত হওয়া কাউন্সিলর প্রার্থীদের আপিল শুনানি আগামীকাল সোমবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ৯ ওয়ার্ডের মনোনয়ন অবৈধ ঘোষিত ১৩ কাউন্সিলর প্রার্থী আপিল করেছিলেন।