নতুন কোন করারোপ ছাড়া বিয়ানীবাজার পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আব্দুস শুকুর। বৃহস্পতিবার দুপুরে পৌরসভায় তিনি উম্মুক্ত বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ৪ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকা, রাজস্ব ব্যয় ৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা, উন্নয়ন আয় ৪২ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৪২ কোটি ২০ লাখ ১৫ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৮হাজার টাকা। ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটের চেয়ে ৪৩ লাখ টাকা কম। ২০১৭-১৮ অর্থবছরে ৪৬ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিলো।

পৌর মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে পৌরসভা আয়োজিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান।

কাউন্সিলর আব্দুর রহমান আফজল ও পৌরসভার এসেসর দিবাকর পালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান, জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, অধ্যাপক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ।

পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার থানা জনক্যরাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর ছাইফুল আলম ঝুনু, পৌরসভার নকশা কার আশরাফুল ইসলাম, কাউন্সিলর মিছবাহ উদ্দিন ও কাইয়ুম আহমদ প্রমুখ।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও প্রাক্তন সহকারি কমান্ডার মুছব্বির আলী, প্রবীণ মুরব্বি আব্দুল করিম, তাহির আলী খান, আব্দুল আজিজ, আবুল হোসেন খছরু, সংস্কৃতি সংগঠক মীর মোহাম্মদ খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাহানুল ইসলাম লায়েক, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি হাসান শাহরিয়ার ও মুক্তি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাবুল আহমদ, রিপোর্টার ইউনিটির সহসভাপতি ফয়জুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, সিনিয়র সাংবাদিক হাসানুল হক উজ্জল, সুয়াইবুর রহমান স্বপন, সুফিয়ান আহমদ, সিপার আহমদ পলাশ, জসিম উদ্দিন, তোফায়েল আহমদ, আবু তাহের রাজু, তাজবীর আহমদ ছাইম প্রমুখ।