বিয়ানীবাজার পৌরসভার এক নারী কাউন্সিলরের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর ভবনে তোলপাড় শুরু হয়েছে। বুধবার পৌরসভার মাসিক সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অভিযুক্ত ঐ নারী কাউন্সিলর এর অসদাচরণের প্রতিবাদে সবর হয়েছেন অন্য সকল কাউন্সিলরা। পৌরসভার একাধিক কাউন্সিলর বিয়ানীবাজার নিউজ২৪’কে এবিষয়ে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন ঐ নারী কাউন্সিলরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছেন তারা।

বুধবার বিকালে এই প্রতিবেদকের মুঠোফোনে তাদের প্রতিবাদের বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার প্যানেল মেয়র-১ ছয়ফুল আলম ঝুনু, প্যানেল মেয়র- ২ মিসবাহ উদ্দিন, কাউন্সিলর এনাম হোসেনসহ সেখানে উপস্থিত থাকা সকল কাউন্সিলরবৃন্দ । তারা জানান, ‌“একটু আগে পৌরসভার নিয়মিত মাসিক বৈঠক শেষ হয়েছে। সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের একজন কাউন্সিলরের সাথে অভিযুক্ত ঐ মহিলা কাউন্সিলর অসদাচরণ করেছেন। যা আমাদের সকলকে মর্মাহত করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদে শক্ত অবস্থান নিয়েছি। আমরা এ ঘটনায় মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য অনাস্থা প্রস্তাব পেশ করবো।”

‌ নানা আবিষ্কার নিয়ে বিয়ানীবাজারে মেলায় খুদে বিজ্ঞানীরা