বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শপথ গ্রহণ আগামী ২২ মে সোমবার অনুষ্ঠিত হবে। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিকাল সাড়ে ৩টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মত নাজমানারা খানুম বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন।

গত মঙ্গলবার নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের ফলাফল গেজেটেআকারে প্রকাশ করে। নির্বাচন কমিশনের সংশোধীত আইন অনুযায়ী গেজেট প্রকাশের ২০ দিনের মধ্যে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করানো হবে।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই সংঘর্ষ ও বিভিন্ন অনিয়মের কারণে ৩নং কেন্দ্রের ফলাফল বাতিল করে নির্বাচন কমিশন। বাতিল হওয়া কেন্দ্রে ৮ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ আব্দুস শুকুর ৫,০৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি’র মেয়র প্রার্থী আবু নাসের পিন্টু পান ৩, ৮৯২ ভোট।