বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় পৌরসভা ভবন থেকে এক শোক র‍্যালির মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুর হয়। এসময় শোক র‍্যালিটি পৌরশহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোক র‍্যালি শেষে সকাল ১০টায় পৌরসভা ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অপর্ণ করা হয়। সকাল ১১টায় শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় পৌরশহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে পৌরসভা মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। সভায় পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম, আকছার আহমদ, আব্দুর রহমান আফজল ও এমাদ উদ্দিন প্রমুখ।

সবশেষে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিয়ানীবাজার পৌরসভা।