বিয়ানীবাজারের পৌরশহরে এক মহিলার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌণে ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেন। আটককৃত ছিনতাইকারির নাম সালা উদ্দিন। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।

জানা যায়, পৌরসভার কসবা বাগরটিলার এলাকার হাফছা বেগম প্রাইম ব্যাংক থেকে ১৮ হাজার টাকা জামান প্লাজা থেকে ইনার কলেজ রোড হয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দুই ছিনতাইকারী তাকে ফুলতলী (রহ)’র ছেলে পরিচয় দেয়। তারা এ টাকা ছুয়ে দোয়া করলে টাকা দ্বিগুণ হবে। দ্বিগুণ মুনাফার পাওয়ার লোব থেকে মহিলা দুই ছিনতাইকারির একজনের হাতে টাকা দিয়ে সে চম্পট মারে। মহিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অন্যজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক (এসআই) অপু পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে ছিনতাইকারিকে পুলিশে সোর্পদ করেন উপস্থিত লোকজন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দ্রন কুমার চক্রবর্তী ছিনতাইকারী আটক বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরে বিস্তারিত জানানো হবে।