বিয়ানীবাজার থানা এলাকা থেকে ইয়াবা ও সিএনজিসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে শনিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেটের বিয়ানীবাজার থানাধীন শেওলা জিরো পয়েন্ট এলাকার চারখাই বাজার হতে শেওলা জিরো পয়েন্টগামী পাকা সড়কের পাশের ‘ছামিয়া কমিউনিটি সেন্টার’ এর সামনে থেকে ৮৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।এসময় তাদের সাথে থাকা ১টি সিএনজি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- বাছন মিয়া (২৮), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং-খলাগ্রাম, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ও জুয়েল আহমেদ (সামাদ) (২৭), পিতা- আব্দুল আজাদ, সাং-রাজাপুর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে সিলেটে জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।