বিয়ানীবাজার উপজেলার মাথিউরা এলাকা থেকে সানাউল আহম্মেদ (২০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ অপহৃত এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃত সানাউলকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

গ্রেফতারকৃত সানাউল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন কামারগাঁও এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সানাউলকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ। তিনি জানান, কিশোরীকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে অপহরণ করে সানাউল। গত ৫ মার্চ রাত ৮টার দিকে অপহরণ করার পর কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সানাউল। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে থানায় গত ৪ এপ্রিল মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অবশেষে স্থায়ী শহীদ মিনার পেলো বিয়ানীবাজারের একটি স্কুল