বিয়ানীবাজার থানার হাজত থেকে পালিয়েছে রিমান্ডের আসামি। আকবর আহমদ (২৬) নামে ওই আসামিকে বিয়ানীবাজার থানা পুলিশ বুধবার (১ জুলাই) একটি হত্যা মামলায় আদালতের আদেশ পেয়ে রিমান্ডে এনেছিল। থানা হাজত থেকে আসামীর পালানোর খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার দিনগত রাতের কোনো এক সময় তিনি থানা হাজত থেকে পালিয়ে যান। অবশ্য ঘটনার পর থেকে অভিযানে নামে থানা পুলিশ। অবশেষে ১৪ ঘন্বৃটা পর হস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে জকিগঞ্জ পীরনগর আসামির এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিয়ানীবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আকবরকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়। বুধবার রাত ৯টার দিকে খাবার দেওয়ার সময় হাজতের তালা খোলা হয়। এসময় বিদ্যুৎ চলে গেলে আসামি পালিয়ে যান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে আবার গ্রেফতার করা হয়।

তিনি বলেন, আসামি গ্রেফতার হলেও দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিয়ানীবাজারে দুই মাসে ৫ হত্যাকান্ড