বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান সিলেট জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) মো. জাকির হোসেন জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন। পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারের (নিজ নিজ পদে) পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

আগস্ট মাসে জেলার মধ্যে বিয়ানীবাজার থানার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার, আদালতের পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে তারা এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, পেশাগত দায়িত্ব পালনে সব সময় সচেষ্ট থেকেছি। কাজের স্বীকৃতি পেলে ভাল লাগে। তিনি শ্রেষ্ঠত্বের এ অর্জন বিয়ানীবাজারবাসীর। সবার সহযোগিতায় বিয়ানীবাজারের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

এদিকে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক নিয়াজ মোর্শেদ আবীর জেলার ২য় শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার লাভ করেন।

দিন বদলেছে বড়লেখার খাসি পান পুঞ্জিবাসীর, জীবন মানে হচ্ছে উন্নতি