দীর্ঘ ভোগান্তি শেষে বিয়ানীবাজার চন্দরপুর-ঢাকাদক্ষিণ বাইপাস সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সড়কের গর্ত ও পানি জমে যাওয়া জায়গাগুলোতে করা হচ্ছে আরসিসি ঢালাই।

এ অবস্থায় ২ মে থেকে আরসিসি ঢালাই কাজ শুরু করায় সড়কের চন্দরপুর চৌমহনীতে দেয়াল নির্মাণ করা হয়েছে। একই সাথে মাইকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ব সিলেটে সকল যাত্রিদের আগামী একমাস বিকল্প সড়ক ব্যবহার করার আহবান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা আহবান

‘এতদ্বারা বিয়ানী বাজার ভায়া চন্দরপুর হয়ে সিলেটগামী সকল যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চন্দরপুর থেকে ঢাকাদক্ষিণ বাইপাস পর্যন্ত রাস্তার আরসিসি কাজ চলাকালীন সময় ২ মে থেকে একমাস যাবত চন্দরপুর টু ঢাকাদক্ষিণ রোড বন্ধ থাকিবে- যা ইতিমধ্যে মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে এবং রাস্তাটি দেয়াল তোলে সম্পুর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। তাই সিলেটগামী পূর্বাঞ্চলের সকল যাত্রীগণ বিকল্প রাস্তা অনুসরণ করুন।’

মীম টিভির কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা : দ্বিতীয় রাউণ্ডে ১০ জন