বিয়ানীবাজার নিউজ ২৪। ২১ মার্চ ২০১৭।

বিয়ানীবাজার উপজেলা যুবলীগের বহু কাঙ্খিত সম্মেলন আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হচ্ছে না। বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন তফসীল ঘোষণা হওয়ায় যুবলীগের সম্মেলন পেছানোর সিদ্ধান্ত নেন জেলা যুবলীগের দায়িত্বশীলরা। সম্মেলন আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে।

২০০৫ সালে আব্দুল কুদ্দুছ টিটুকে আহবায়ক এবং ছফর উদ্দিন লোদী ও জুবের আহমদকে যুগ্ম আহবায়ক করে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। গত এক যুগ থেকে আহবায়ক কমিটি দায়িত্ব পালন করলেও কমিটি পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি।

সম্প্রতি জেলা যুবলীগ বিয়ানীবাজার উপজেলা যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেয়। উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের সাথে আলোচনা করে ২৭ মার্চ কর্মী সম্মেলন অনুষ্ঠান আয়োজনের দিনক্ষণ ঠিক করা হয়েছিল। যুবলীগের কর্মী সম্মেলন ঘিরে যুবলীগ নেতাকর্মীদের উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয়ভাবে বিভক্ত যুবলীগ নিজের অবস্থান সুসংহত করতে বৈঠক ও কর্মী সংগ্রহ শুরু করেছে।

জেলা যুবলীগের সহসভাপতি আব্দুল বারী বলেন, পৌরসভা নির্বাচনের তফসীল ঘোষিত হওয়ায় কর্মী সম্মেলন আমরা দুই মাস পিছিয়ে দিয়েছি। আশা করি আগামী মে মাসের নতুন করে কর্মী সম্মেলনের তালিক নির্ধারণ করা হবে।