বিয়ানীবাজার নিউজ ২৪। ১৫ ফেব্রুয়ারি ২০১৭।

বিরোধী দলের হুইপের সাথে বিজিবি সদস্যদের অসদাচরণ ঘটনার প্রতিবাদ ও দায়িদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে গতকাল বুধবার বিকালে বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি প্রতিবাদ সভা করেছে। সভা শেষে প্রতিবাদ র‌্যালির মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

বিয়ানীবাজার পৌরশহরের জনতা মার্কেট প্রাঙ্গনে প্রতিবাদ সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালুর সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মুকিত খানের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক হাজি ছফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, দপ্তর সম্পাদক আব্দুল কাদির ও উপজেলা জাতীয় ছাত্রসমাজ নেতা শফিউর রহমান প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য ইব্রাহীম আলী কটই, রফিক উদ্দিন মাসুক, সফিক উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল হান্নান, তাজুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক আবিদ হাসান লিটন, উপজেলা জাতীয় ছাত্রসমাজ নেতা আহমদ রেজা চৌধুরী, এইচ এম সুমন, রুহুল আমিন, আকমল হোসেন, হোসেন আহমদ, সাইফ উদ্দিন, রুমান আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ র‌্যালি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন।