দীর্ঘ দেড় বছরের প্রতীক্ষার পর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ কমিটি অনুমোদন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খানের পরিচালনায় সভায় কমিটির জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন রাত ৯টা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের কাছ থেকে পূর্ণাঙ্গ কমিটি বুঝে নেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।

বিয়ানীবাজার উপজেল আওয়ামী লীগের অনুমোদিত কমিটিতে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল নির্বাচিত হিসেবে পদাভিষিক্ত হয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা মিয়া, আহমদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, আলহাজ্ব নাজিম উদ্দিন, আলহাজ্ব শামছ উদ্দিন খান, হাজী মোশতাক আহমদ, সালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক ও আশরাফুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ দিপু, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, হুমায়ুন কবির (ঘুঙ্গাদিয়া) ও মাসুদ হোসেন খান (বালিঙ্গা)।

আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন (মেওয়া), কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন (তিলপাড়া), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান (কসবা), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাথিউরা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, দফতর সম্পাদক বেলাল আহমদ (মাথিউরা), ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মোছাব্বির মাস্টার , প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ (সাবেক জিএস), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম (চারখাই), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন (তিলপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান), মহিলা বিষয়ক সম্পাদক ডা. তাহমিনা খাতুন (মাথিউরা), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদির, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির (চরিয়া), শ্রম সম্পাদক আবুল হোসেন খসরু (ফতেহপুর) , সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওয়াদুদ (তিলপাড়া), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু (মাথিউরা)।

সহ-দফতর সম্পাদক জহিরুল হক রাজু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন ও কোষাধ্যক্ষ গৌছ উদ্দিন খান খোকা।

কমিটিতে সদস্য হলেন- ময়নুল ইসলাম (সাবেক সহ সভাপতি), শামসুজ্জামান শাহজাহান, ময়নুল ইসলাম (সাবেক কোষাধ্যক্ষ), চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, আক্তারুজ্জামান আজব আলী, আমির উদ্দিন আলীওর, মোহাম্মদ হোসেন খসরু, সুরমান আলী, কনক কান্তি কর, নোমান আহমদ (শ্রীধরা), কামরুল হক (ঘূঙ্গাদিয়া), সাগর দাশ চৌধুরী, আরবাব হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, বেলাল আহমদ তিলপাড়া, জয়নুল ইসলাম রফিক (ফেনগ্রাম), আব্দুল কাদির (লাল বাউরভাগ), কামাল হোসেন (কাকরদিয়া), হোসেন আহমদ এনু, সালেহ আহমদ (আলীনগর), রফিকুল ইসলাম চৌধুরী রনি (চারখাই), আফজাল হোসেন পলাশ, লুৎফুর রহমান ফয়ছল, শাহিদুর রহমান জায়দুল, আব্দুল মান্নান মিন্টু, আছার উদ্দিন, ফয়সল আহমদ (চারাবই), সাদেক আহমদ আজাদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পাভেল মাহমুদ, ইকবাল হোসেন তারেক, কাওছার আহমদ (ঘুঙ্গাদিয়া) ও সাইদুল ইসলাম (শালেস্বর)।

নবগঠিত কমিটির উপদেষ্টাবৃন্দ হলেন, সামস উদ্দিন মাখন, মতিউর রহমান পাখি, হোসেন আহমদ ভিপি, ডা. তছির আলী, আব্দুল কুদ্দুস মানিক, ফখরুল আলম চৌধুরী, আব্দুল বাসিত চৌধুরী আতা, রফিক উদ্দিন তোতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, দেবাশীষ চক্রবর্তী, হাজী তেরাব আলী, হারিছ উদ্দিন হারি, তাহির আলী খান, রুহুল আলম জালাল, ফজলুর রহমান মাস্টার, খসরুজ্জামান খসরু, মো. আমিন উদ্দিন ময়না, আব্দুস শুকুর, আব্দুল কাইয়ুম খান, একেএম শাহাবুদ্দিন ও আব্দুস শহীদ।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, দীর্ঘদিন পর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি পেয়ে আমরা আনন্দিত৷ এই কমিটি দিয়ে সংগঠনের কাজকে আরো বেশি গতিশীল করতে পারবো বলে আমরা আশাবাদী।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় সর্বশেষ প্রস্তাবিত কমিটি উপস্থাপন করার পর দীর্ঘ আলোচনা শেষে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ নভেম্বর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন ভোট গগণা শেষে তৎকালীন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফলাফল ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল নির্বাচিত হন।

আনারসের নগরী গোলাপগঞ্জ!