বিয়ানীবাজারের সকল আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউটগুলোর অংশগ্রহনে গঠিত হলো বিয়ানীবাজার আইটি এন্ড ল্যাংগুয়েজ ট্রেনিং এসোসিয়েশন। সম্মিলিতভাবে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় তৃনমুল পর্যায়ে তথ্যপ্রযুক্তি ও ইংরেজি ভাষা শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার বিয়ানীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে সাধারণ সভার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে সবার সম্মতিক্রমে আগামী একবছরের জন্য একটি কমিটি অনুমোদন করা হয়।

কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি এনাম উদ্দিন এনু (আরএম কম্পিউটার এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ইনস্টিটিউট), সহসভাপতি আসাদুজ্জামান মিশু (মিশু কম্পিউটার এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ইনস্টিটিউট), সাধারণ সম্পাদক সাইবুল আলম রেজা (হেক্সাস বিয়ানীবাজার), সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (স্পোকেন.কম), কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ খান (এইমস এডুকেশন), সাংগঠনিক সম্পাদক আতিক রহমান (মাস্টার মাইন্ড)ও সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ (এসডিআই বিয়ানীবাজার)।

এদিকে, কমিটির নেতৃবৃন্দরা তাদের অগ্রযাত্রায় সকলের সহযোগীতা কামনা করেছেন।

দিন শেষে শূণ্য হাতে ঘরে ফিরছেন বিয়ানীবাজারের অধিকাংশ মাইক্রো চালক