বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৪টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার শতাধিক জামে মসজিদেও অনুষ্ঠিত হবে ঈদের জামাত । উপজেলা ও থানা প্রশাসন ঈদের জামাত অনুষ্ঠিত হবে এরকম গুরুত্বপূর্ণ ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

যেসব এলাকালায় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। সেসকল এলাকার ঈদের জামাত অনুষ্ঠিত হবে এলাকার জামে মসজিদে। বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী ঈমাম বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সকাল সাড়ে ৯টায় উপজেলা ওসমানি স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ মাথিউরা শাহী ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাথিউরা বাজার শাহী ঈদগাহ মাঠ, মোল্লাপুর শাহী ঈদগাহ মাঠ, মোল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর শাহী ঈদগাহ ময়দান, মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া মঞ্জিলালা কেন্দ্রীয় জামে মসজিদ, চন্দ্রগ্রাম শাহী ঈদগাহ ময়দান, বাগমারা ঈদগাহ মাঠ পাতন, কালাইউরা শাহী ঈদগাহ মাঠ, আঙ্গুরা মোহাম্মদপুর জামে মসজিদ, সুপাতলা ঈদগাহ মাঠ, পৌরসভার বৃহত্তর ফতেহপুর শাহী ঈদগাহ মাঠ, বাউরভাগ ঈদগাহ ময়দান, গজারাই শাহী ঈদগাহ মাঠ,  ঘুঙ্গাদিয়া কাজির বাজার শাহী ঈদগাহ , দাসগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ,  শ্রীধরা সৈয়দ শাহ্ ঈদগাহ, খাসাড়ী পাড়া জামে মসজিদও বৃহত্তর দাসউরা শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়। মুড়িয়া ইউনিয়নের নয়গ্রাম জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চারখাইয়ের আদিনাবাদ ঈদগাহ মাঠ, জালাল নগর ঈদগাহ ময়দান, বাগবাড়ি ঈদগাহ মাঠ, ফাতন ঈদগাহ মাঠ, শিকারপুর ঈদগাহ ময়দান, দিঘীরপার ঈদগাহ মাঠ, মান্দারগ্রাম ঈদগাহ ময়দান ফইলগ্রাম শাহী ঈদগাহ সহ ইউনিয়নের ১৩টি ঈদগাহে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। লাউতা ইউনিয়নের গোলাটিকর জামে মসজিদে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থায়ী ও অস্থায়ী ৩৪টি ঈদগাহের খোলা মাঠে ঈদে জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদগাহের মধ্যে গুরুত্ব বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, সবগুলো ঈদগাহ আমাদের নিরাপত্তা নজরদারিতে রয়েছে।