বিয়ানীবাজার উপজেলায় নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ১৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। তারা গত ১৮ থেকে ২৫ দিন বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে রহিমা বেগম নামে ১১০ বছরের একজন বৃদ্ধাও রয়েছেন। তার বাড়ি উপজেলা চারখাই ইউনিয়নের লাংলিকোনা গ্রামে। তার ছেলে আয়াজ আলীর সংস্পর্ষে এসে তিনি করোনায় আক্রান্ত হন। উপসর্গবিহীন থাকায় গত ২১ দিন থেকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে তিনি করোনা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ।

গতকাল শনিবার ও আজ রবিবার সুস্থ ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়। তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৭ নারী। তাদের মধ্যে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ১ জন এবং ১১০ বছরের বেশি বয়সী একজন বৃদ্ধা রয়েছেন। এদের ৭ জন বিয়ানীবাজার পৌরসভার, চারজন মুড়িয়া ইউনিয়নের এবং একজন করে চারখাই, মাথিউরা ও তিলপাড়া ইউনিয়নের বাসিন্দা রয়েছেন। এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় সুস্থ হলেন ৭৬ জন আর মৃত্যুবরণ করেছেন ৬ জন।

বিয়ানীবাজার পৌরসভার একটি সড়কের সংস্কারের অভাবে দুর্ভোগে এলাকাবাসী