বিয়ানীবাজারে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউকের অর্থায়নে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে সোসাইটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৪ টি হতদরিদ্র পরিবারের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা ও ছেলে-মেয়েদের হাতে এসব মেশিন তুলে দেওয়া হয়।

সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি আব্দুর রহমান আফজল।

সোসাইটির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উপদেষ্ঠা মন্ডলীর আহ্বায়ক ডাঃ মাহবুবুল হক সুজা, উপদেষ্ঠা সাইফুদ্দিন তাপাদার শফিক, আছাদুর রহমান, শফিক আহমদ, আছাদ উদ্দিন, লোকমান আহমদ, জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসার সভাপতি নাজমুল হক, সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস ছালাম মতলিব, সমাজসেবক জমিল আহমদ, সাবেক সভাপতি শামীম আহমদ, ফ্রান্স প্রবাসী জালাল আহমদ, সোসাইটির সহ সভাপতি আব্দুস সালাম তাপাদার শিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম শাওন, সহ- ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক শাহরিয়ার শাহান, কার্যনির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ।

বিয়ানীবাজারে ব্যবসায়ীর ছাদ বাগান : ফলছে স্ট্রবেরি, কালো টমেটো ও ৭ ধরনের লেবু