বিয়ানীবাজার নিউজ ২৪। ০২ এপ্রিল ২০১৭।

সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা অংশে সড়ক দ্বীপের (ডিভাইডার) সাথে ধাক্কা লেগে যাত্রিবাহী সিএনজি উল্টে যায়। এতে সিএনজির পাঁচ যাত্রি আহত হন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আজ রবিবার রাত পৌনে ৮াটর দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া সিএনজি সুপাতলা সিএনজি ফিলিং স্টেশনের কাছে যাওয়ার পর সড়কের  থাকা একটি বিদ্যুৎ খুঁটিকে পাশ কাটাতে গিয়ে সিএনজি (মৌলভীবাজার থ, ১১-৯১৭০) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এতে সিএনজি উল্টে যায়। এ সময় সিএনজি’র মধ্যে থাকা পাঁচ যাত্রি মারাত্মক আহত হন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়েছে। আহতরা হলেন কালাইউরা গ্রামের আব্দুস সামাদ (১৭), জলঢুপের মাহমুদ হোসেন (২৫) ও সুলেমান আহমদ (২৮)। অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি। তারা হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। দুর্ঘটনা সিএনজিটিও দুমড়েমুছড়ে গেছে।