বিয়ানীবাজারে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব এ আদালত পরিচালনা করেন।

অভিযানে স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রামক ব্যাধি আইনে ১১জনের কাছ থেকে ১৭শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া যাদের মাস্ক ছিলনা তাদের মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব।

মৌসুমী মাহবুব বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। এখন থেকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের জন্য জনসচেনতা সৃষ্টিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন বিয়ানীবাজারের মানুষ।

করোনার প্রভাব: সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বিয়ানীবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা