সত্যের সন্ধানে নির্ভীক এ শ্লোগান নিয়ে জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর ২০ বছরে পদার্পণ করেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।দু’যুগের প্রক্কালে বিয়ানীবাজারের কিছু মেধাবী ও স্বপ্নবাজ মানুষদের নিয়ে গত আগস্ট মাসে গঠিত হয় দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি। স্বজন সমাবেশ গঠনের পর আগামী এক বছরের কর্ম পরিকল্পনার গ্রহণ করা হয়। কর্মপরিধি বিস্তারের লক্ষ্যে ঈদ পরবর্তী দেশবরন্যদের নিয়ে গুনীজন সংবর্ধনা ও স্বজন আড্ডা এবং আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়।

গুনীজন সংবর্ধনা ও স্বজন আড্ডা:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান বর্তমান অধ্যাপক ড. হোসনে আরা জলী, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুণ্ড, বিশ্ব ভ্রমনিক শারমিন চৌধুরী, সমাজকর্মী মিনা মনোয়ারা ও চ্যানেল আই সেরা কন্ঠ চ্যাম্পিয়ন ২০১৭ রাকিবা ইসলা ঐশীর সম্মানে সংবর্ধনা ও স্বজন আড্ডা অনুষ্টিত হয়। সংগঠনের আহ্বায়ক শিক্ষক আশরাফুল আলমের সভাপত্বিতে ১৭ জুন সন্ধ্যায় ভোজবাড়ি রেস্টুরেন্টে অনাড়ম্ব এ আয়োজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধাক্ষ্য মো. তারিকুল ইসলাম ও বিয়ানীবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-1.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-1.jpg” caption=”ভোজবাড়ি রেস্টুরেন্টে অতিথিদের সাথে স্বজন সমাবেশের সদস্যরা”]

প্রধান অতিথি অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, বিয়ানীবাজার তথা আদি পঞ্চখন্ড এক সময় জ্ঞান চর্চার উর্বর ভুমি ছিল। সময়ের পরিক্রমায় ভাটা পড়লেও বর্তমানে শিক্ষা, শিল্প-সাহিত্যে নব জাগরণে তৈরি হয়েছে। এ অগ্রযাত্রার ধারাবাহিক বজায় রাখতে দৈনিক যুগান্তর ও তাদের পাঠক সংগঠন স্বজন সমাবেশ ভুমিকার রাখবে। সংর্বধিত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা স্ব স্ব ক্ষেত্রে আপন মহিমায় প্রতিষ্টিত। আজকের অনুষ্টান আপনাদের আগমন ভিন্নমাত্রা পেয়েছে। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

সংর্বধিত অতিথি অধ্যাপক ড. হোসনে আরা জলী স্বজনদের উদ্দশ্যে বলেন, শুধু শিক্ষা অর্জন মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সুশিক্ষার শিক্ষিত হয়ে ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা থাকতে হবে। তাহলে জীবন সুখ, শান্তি ও আনন্দের হবে।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-2.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-2.jpg” caption=”স্বজন আড্ডায় সংঙ্গীত পরিবেশন করছেন চ্যানেল আই সেরা কন্ঠ চ্যাম্পিয়ন ২০১৭ রাকিবা ইসলা ঐশী”]

বিশেষ অতিথি বক্তব্যে মেয়র আব্দুস শুকুর বলেন, সাম্প্রদায়িক সম্প্রতির বিয়ানীবাজারে এ প্রজন্মকে অতীত ঐতিহ্য ধরে রাখতে হবে। মানুষের মতো মানুষ হয়ে আজকের সংর্বধিত গুণীজনদের মতো দেশ-দশের কল্যানে কাজ করতে পারাটা হবে স্বজন সমাবেশের সকল সদস্যের স্বার্থকতা।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-4.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-4.jpg” caption=”সম্মাননা স্মারক গ্রহণ করছেন অধ্যাপক ড. হোসনে আরা জলী”]

প্রাণবন্ত এ অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর বিয়ানীবাজার প্রতিনিধি ও স্বজন সমাবেশ এর উপদেষ্ঠা সুয়াইবুর রহমান স্বপন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম বেলাল আহমদের সাবলীল সঞ্চলনায় এ আয়োজনে অংশগ্রহন করেন, বাংলা টিভি বিয়ানীবাজার প্রতিনিধি আবু তাহের রাজু, দৈনিক যায়যায়দিন বিয়ানীবাজার প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম, স্বজন সমাবেশ বিয়ানীবাজার শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফ চৌধুরী, সিনিয়র সদস্য জয়নুল ইসলাম, আবুল হাসনাত রাফি, সদস্য ইমন আহমদ, তাহমিনা সীমা, হিফজুর রহমান, নাহিম ইফতেখার আহমদ, তামান্না বেগম প্রমূখ। আড্ডা ফাঁকে ফাঁকে চলে মুখরোচক খাবার। অনুষ্ঠানের শেষদিকে ঐশীর সংগীত পরিবেশন করেন। নৈশভোজ শেষে আয়োজন সমাপ্তি হয়।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-3.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-3.jpg” caption=”অনুষ্ঠানের ফাঁকে গল্প-স্বল্প”]

স্বজন আনন্দ ভ্রমণ:

শিক্ষা বা কর্মজীবনের অগনিত ব্যস্ততার ভিড়ে নিজেদের একটু আনন্দ দিতে, একঘেয়ামি কাটিয়ে প্রাণচঞ্চলতা ফিরিয়ে আনতে ভ্রমণের কোন বিকল্প নেই। ভ্রমণ আনন্দকে স্বাচ্ছন্দ্যে করে স্বজন-প্রিয়জনদের জমায়েতে।

স্বজন সমাবেশ বিয়ানীবাজার শাখার উদ্দ্যোগে দেশের খ্যাতনামা কিছু মানুষদের নিয়ে আনন্দ ভ্রমন সম্পন্ন হয়। ২০ জুন সকাল ৮.৩০ মিনিটে দৈনিক যুগান্তর পত্রিকার কার্যলয়ে সম্মুখ থেকে লেটেস মডেলের দুটি মাইক্রোবাসে নিয়ে প্রকৃতি কন্যা খ্যাত মৌলভীবাজারের জলপ্রপাত মাধবকুন্ড, রাঙ্গাউটি রিসোর্ট ও মাথিউরা চা বাগানের উদ্দেশ্যে যাত্রা স্বজন স্বজনদের পরিবার। মধ্যসকালে মাইক্রোবাস দু’টি থামে মাধবকুন্ডের সবুজ সমরোহে। গাড়ি থেকে নেমে স্বজনরা ছবি তোলতে ব্যস্ত। আনন্দ ভ্রমণের নেতৃত্বে থাকা স্বজন সমাবেশ বিয়ানীবাজার শাখার উপদেষ্ঠা সুয়াইবুর রহমান স্বপন ও আহ্বায়ক আশরাফুল ইসলাম সবাইকে একত্রিত করলেন গ্রুপ ছবির তোলার জন্য। এরই মধ্যে স্বজন সদস্যরা হিমুর বেশে সেজেছে। বর্তমান সময়ের বাংলাদেশ তারুন্যদীপ্ত প্রতিভাবান আলোকচিত্রি সৈয়দ মুনজুরে আলম বাবু ক্লিকবাজির জন্য প্রস্তুত। এরমধ্যে ক্যামেরা পার্সন আক্তার ভিডিও ফুটেজের জন্য সরঞ্জাম তৈরি করে ফেললেন। গ্রুপ ফটোসেশন শেষে স্বজন হিমুর দল রাঙ্গউটি রিসোর্ট এর দিকে অগ্রসর হলো আর স্বজন পরিবার মাধবকুন্ডের জলপ্রপাত স্থলের দিকে এগোতে থাকলো।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-7.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-7.jpg” caption=”মাথিউরা চা’বাগানের রাবারতলায় স্বজন পরিবার”]

দুপুরের পর দু’মাইক্রো মিলে মাথিউরা চা বাগানে প্রবেশ করলাম। সাহেব বাংলোতে গাড়ি থামানো হয়। সবাই ফ্রেশ হয়ে নাস্তা সেরে প্রায় ছয় একরের মাথিউরা চা বাগানের দৃষ্টিনন্দন কয়েকটি স্থান দেখতে বের হলাম। ১২ নাম্বারের লেকের মধ্যে দ্বীপ করে ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। সাহেব বাংলো থেকে গাড়ি করে সেখানে যেতে হয়। আষাড়ের বৃষ্টি বাদলদিনে বাগানের রাস্তা কাদা গর্ত হওয়ায় স্বজনদের আনন্দ ভ্রমনকে কেন্দ্র করে বাগান মালিক প্রিয় মোসলেহ ভাইয়ের নির্দেশে বাগানের শ্রমিকরা রাস্তায় কাজ করে। নিবিঘ্নে আমাদের গাড়ি ১২ নাম্বারে পৌঁছায়। বাঁশের সাঁকো পেরিয়ে ওয়াচ টাওয়ের গিয়ে কেউ সেলফিবাজিতে কেউ পরিবার কেউ কেউ বন্ধুদের নিয়ে ছবি তোলতে মন্ত্র। এরমধ্যে স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক বেলাল সবাইকে জড়ো করলেন। সেরে ফেলা হলো গ্রুপ ফটোসেশন। সেখান থেকে বের হয়ে রাবার বাগানে গ্রুপ ছবি তোলা শেষে সবার প্রিয় অধ্যাপক ভাবী অথাৎ জলী ভাবী হিমুর দলকে এলোমেলো করে দাড় করিয়ে ছবি তুললেন। আর ঐশী গুন গুন করে গান ধরলেন। অন্যদিকে শারমিন আপা, মিনা আপা ও রিতু আপা প্রকৃতির অপরুপ সুন্দর্য উপভোগ করতে লাগলেন এবং আমার মেয়ে মাহিরাকে নিয়ে মেতে উঠলেন।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-5.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-5.jpg” caption=”স্বজনদের পদচারণায় ওয়াছ টাওয়ার প্রাঙ্গণ”]

ঘন্টা দেড় এক সেখানে কাটিয়ে ফিসারি বাংলো হয়ে আবার সাহেব বাংলো হাজির। আমাদের সাথে থাকা সহকারী ম্যানেজার ফোনে টেবিলে খাবার লাগানোর কথা বলে দেওয়ায় সাহেব বাংলোতে ফিরে সবাই খাবার টেবিলে বসে গেলেন। বাগানের টাটকা সুস্বাদু খাবার সকলের মন জুড়ায়।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-6.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-6.jpg” caption=”হিমুর বেশে স্বজন দল”]

খেলা পাগল স্বজন দলের রাফি, আশরাফ, নাহিম, হিফজুর,ইমন, ইফতেখার, মুহিত, রিফাত মিলে টিভির পর্দায় বাংলাদেশ- অস্টেলিয়ার মধ্যেকার খেলা দেখতে লাগলেন। হুনহুল্লা আর চেচামেচিতে পুরো বাংলো মেতে রাখলেন। সন্ধ্যাকালীন নাস্তা শেষে স্বজন প্রিয়জনার ঢাকার উদ্দশ্যে রওয়া দিলেন আর স্বজন সমাবেশের সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে আনন্দ ভ্রমণের যবনিকা টেনে নিজ নীড়ে ফিরলেন।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-8.jpg” img=” http://beanibazarnews24.com/wp-content/uploads/2019/06/shojon-8.jpg” caption=”বাগানের সাহেব বাংলোতে আনন্দ ভ্রমণের অংশগ্রহণকারীদের ভুরিভোজ”]