বিয়ানীবাজার উপজেলায় সেই ১২ বছর বয়সী শিশুর আ-ত্ম-হ-ত্যা নিয়ে এবার তদন্তে পিবিআই। আদালতের নির্দেশে মা-ম-লা-টি তদন্তের জন্য শনিবার দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওয়াগ্রামে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তারা। নিহত শিশুর নাম ইমন আহমদ। সে দুবাগ ইউনিয়নের মইয়াখালী গ্রামের ইকবাল হোসেন ও হাছনা বেগমের কনিষ্ঠ ছেলে।

জানা যায়, গেল আগস্ট মাসের ১৩ তারিখ শনিবার সন্ধ্যায় খেলাধুলা করে বাড়ি ফিরে ইমনও তার ভাই। দু ভাইকে পড়তে বসার জন্য বলেন তার নানির বোন। ইমন তখন হাত পা ধোয়ার জন্য বাইরে চলে যায়। অনেক সময় পার হয়ে গেলে ইমন ঘরে ফেরত না আসায় চারদিকে খুঁজতে থাকেন সবাই তাকে। একপর্যায়ে বাড়ির পুকুরের পাশে একটি আম গাছের সাথে গলায় দঁড়ি লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তাকে। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে সিলেটে প্রেরণ ম-র্গে পাঠায়। পরে ইমনের এক আত্মীয় বাদী হয়ে আদালতে একটি মামলা আদায়ের করেন। মামলার প্রেক্ষিতে আবেদন গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।

ঘটনাস্থল পরিদর্শনে আসা পিবিআই পরিদর্শক মোহন লাল তালুকদার জানান, মামলাটির তদন্ত চলছে।

‌ঐতিহ্যের হাট-বাজার, পর্ব #৫, এ পর্বে রযেছে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী রামধা বাজার