বিয়ানীবাজারে করোনা আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা। সুস্থ হওয়া রোগীদের ৮০ ভাগেরও বেশি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। নতুন করে আরও ৮জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় ৫০জন করোনা রোগী সুস্থ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন সুস্থ হওয়া ৮জন হচ্ছেন- বিয়ানীবাজার পৌরশহরতলীর খাসার জবরুল আলম (৪৫), সুপাতলার আলী হোসেন (২৭), কবসা চালিকোনার ময়নুল ইসলাম (২২) ও নাইম আহমদ (১৮), খাসার আবুল কাশেম (৫৬), তিলপাড়া ইউনিয়নের দাসউরা গ্রামের জুবের আহমদ (৪২), মাথিউরা ইউনিয়নের উত্তরপার এলাকার এবাদুর রহমান (২৭), আলীনগরের নার্গিস জাহান (৪৫)। এই ৮জনকে নিজেদের বাড়িতে আইসোলেশনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক চিকিৎসা দিয়েছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় ১১৯জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫জন।

বিয়ানীবাজারে ব্যাংক এশিয়ার ৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত, ব্যাংক লকডাউন নিয়ে ধোঁয়াশা!