ত ২৬ মার্চ হতে সারাদেশে জরুরী অবস্থা চলছে। এতে সংকটের মধ্যে পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ রোজি রোজগার না থাকার কারণে তাঁরা অসহায় হয়ে পড়েছে। এসব শ্রমজীবি খেটে খাওয়া সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখা।

রোববার (২৯ মার্চ) দ্বিতীয় দিনের কর্মসূচীতে উপজেলার বারইগ্রাম বেদে পল্লী, বৈরাগিবাজার বেদেপল্লী, কসবা ত্রিমুখী বাজার, ফতেহপুর উপজেলা পয়েন্ট এবং দুবাগ ইউনিয়নের সাদিমাপুরসহ উপজেলার প্রায় ২০০ শ্রমজীবি খেটে খাওয়া দিনমজুর দরিদ্র পরিবারের মধ্যে পার্টির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিপিবি নেতা প্রভাষক বিজিত আচার্য, সিপিবি নেতা ও সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবীর, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হিমেল প্রমুখ।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-