দৈনিক একাত্তরের কথা পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজার নিউজ ২৪’র সিনিয়র স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম সাজুর উপর হামলার ঘটনার সম্মানজনক নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি উপলক্ষে রবিবার (২১ জুলাই) রাত ৮টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হামলার ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডের জিম্মি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী উপজেলার মাথিউরা (পূর্বপার) গ্রামের মোঃ জসিম উদ্দিন ও মাথিউরা (সুতারকান্দি) গ্রামের মোঃ তাজ উদ্দিন।

সভায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, মাথিউরা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার নিউজ২৪’র প্রধান সম্পাদক আব্দুল ওয়াদুদ, সম্পাদক আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সাপ্তাহিক দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলদ হৃদয়, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাবুল আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ১১ জুলাই ভ্রাম্যমান আদালত কর্তৃক বিয়ানীবাজার কলেজ রোডের জিম্মি রেস্টুরেন্ট অভিযানের সংবাদ অনলাইন পোর্টাল বিয়ানীবাজার নিউজ ২৪-এ প্রকাশ হয়। এর জের ধরে ১৪ জুলাই শহিদুল ইসলাম সাজুর উপর হামলার ঘটনার ঘটে।