বুধবার বাংলাদেশে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বিয়ানীবাজার পৌরশহর থেকে গ্রাম পর্যন্ত ঈদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ঈদের দিন সকালে সবাই মিলে ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়েই মূলত ঈদের উৎসব শুরু হয়। ঈদের দিনের শুরুতে উপজেলার বিভিন্ন মসজিদ, ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ইতোমধ্যে নামাজের জন্য প্রস্তত করা হয়েছে ঈদগাহ ময়দান ও মসজিদগুলো।

বিয়ানীবাজার উপজেলার সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৌরশহরের সুপাতলাস্থ এমএজি ওসমানী স্টেডিয়াম মাঠে। সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের জামাতের ইমামমতি করবেন জামিয়া ফারুকিয়া সিলেট’র প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল কুররা ক্বারী হাফিজ মাওলানা আব্দুল মতিন দাঃ বাঃ।

এছাড়া বিয়ানীবাজারের সবচেয়ে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে কসবা এলাকার ঐতিহ্যবাহী ইমামবাড়ী শাহী ঈদগাহ মাঠে। সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।