‘সবুজে ভরে উঠুক দেশ, সবুজে বাচুক প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজারে বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছেন দৈনিক সমকাল পত্রিকার পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে জনপ্রিয় এ পাঠক সংগঠনের সুহৃদরা।

সুহৃদ সমাবেশের সভাপতি কবি ওয়ালী মাহমুদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরী, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আয়াজ উদ্দিন মোক্তার, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সমাপদক শাবুল আহমদ।

সমকাল সুহৃদ সমাবেশের ব্যতিক্রমী এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কাজী আরিফুর রহমান বলেন, গ্রীন বিয়ানীবাজার গঠনে এরকম উদ্যোগ উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিতে হবে। জলবায় পরিবর্তন মোকাবেলায় সবুজ বনায়ন একটি অপরিহার্য অংশ। তাই দেশকে সবুজে ভরিয়ে দিতে সকলের সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন আজাদ জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের উপদেষ্টা আহমেদ ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন মাথিউরা ইউপি সদস্য জাহেদ হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফেরদৌস আহমদ, আফরোজ ইসলাম, দৈনিক যায়যায়দিন বিয়ানীবাজার প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম, ফ্রান্স প্রবাসী সোহেল উদ্দিন, সুহৃদ সমাবেশের সহ সভাপতি ইমাম হাসনাত সাজু, সহ সাধারণ সম্পাদক কৃষণ শুক্ল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন স্বপনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সুহৃদবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।