টানা কয়েক সপ্তাহ ঊর্ধ্বগতি থাকার পর কমতে শুরু করেছে সবজির দাম। তবে তা এখনও ক্রেতাদের নাগালের বাইরে। এ সপ্তাহে বিয়ানীবাজার পৌর কিচেন মাকের্টে টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, সিম ৬০ টাকা, পেপে ২৫ টাকা। বিক্রেতাদের দাবি- প্রায় সবধরনের সবজির দাম কমেছে। আগামী সপ্তাহে আরো কমবে বলে ধারনা তাদের।

বিক্রেতাদের দাবি অনুযায়ী সবজির দাম কমলেও নিত্যপন্যের দাম বাড়ছে হুহু করে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়েছে একাধিক পণ্যের দাম। গত সপ্তাহে ৫ লিটার সয়াবিন তৈলের দাম ছিল ৫০০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫২০ টাকায়। আলু কেজিতে ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা, রসুনের কেজি ১১০ টাকা। প্যাকেটজাত একাধিক মসলার দাম রয়েছে অপরিবর্তিত।

বরাবরে মত বাজারে রয়েছে আমাদানী করা মাছের আধিপত্য। বিভিন্ন ওজনের মাছ কেজি করে ব্যবসায়ীরা কিনলেও বিক্রি করছেন ত্রেতাদের সাথে দাম কষাকষি করেই। বিক্রেতারা বলছেন- মাছের দাম গত সপ্তাহ থেকে অনেক কম। ব্রয়লারে দাম অপরিবর্তিত থাকলে কমছে লাল মোরগের দাম। একই সাথে কমেছে ডিমের দামও।

এদিকে ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ী পৌরশহরে ভ্রামমান মাছ বিক্রি বন্ধ ঘোষনা করা হচ্ছে করা হয়েছে। সিন্ধান্তের অমন্য করলে বতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ব্যবসায়ী নেতারা।