বিয়ানীবাজার পৌরশহরে শনিবার সকালে সন্ত্রাসী হামলায় নিহত সুপাতলা গ্রামের আনোয়ার হোসেনের জানাযায় হাজারো শোকাহত মানুষের ঢল নামে। ছাত্রলীগ কর্মী আনোয়ারের মৃত্যুতে শোকাহত পুরো উপজেলা। সকাল ১০টায় বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা ওসমানি স্টেডিয়ামে জানাযার নামাজে ইমামতি করে মাওলানা মুজিবুর রহমান।

জানাযার নামাজে অংশ নেন নিহত আনোয়ারের পিতা সিরাজ উদ্দিন সিরাই মিয়া, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আহাদ কলা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ।

[image link=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2017/11/janaja-2.png” img=”http://beanibazarnews24.com/wp-content/uploads/2017/11/janaja-2.png” caption=” নিহত আনোয়ারের জানাযার একাংশ “]

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমবেদনা পর্বে প্রতিবাদী বক্তব্য রাখেন শোকাহত মানুষ। তারা খুনীদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবি করেন। সমবেদনা পর্ব পরিচালনা করে শিক্ষক ফয়জুল ইসলাম।

এ সময় উপস্থিত বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, খুনীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। যেকোনভাবে খুনীকে গ্রেফতার করা হবে। তিনি এ সময় সমগ্র উপজেলার সকল মানুষের সহযোগিতা কামনা করেন।