বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন বলেছেন, বিশ্বের বুকে বাংলাদেশকে তেুলে ধরতে প্রবাসীরা নিরলসভাবে কাজ করছে। দেশের সুনাম বৃদ্ধি করতে তাদের পরিশ্রম সত্যি প্রশংসার দাবিদার। তিনি বলেন, প্রবাসী প্রত্যেক বাংলাদেশী একেকজন রাষ্ট্রদূত। তাদের হাত ধরেই প্রবাসে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রবাসীদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাওয়ায় আমরা একটি সুন্দর সামাজিক পরিবেশে বসবাস করছি।

আজ সোমবার বিকালে বিয়ানীবাজার প্রেস ক্লাব ও বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত যুক্তরাষ্ট্র প্রবাসী ফখরুল ইসলাম দেলোয়ারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়্যারম্যান আতাউর রহমান খান, কেন্দ্রীয় শিক্ষক সমিতি’র সহ সভাপতি মজির উদ্দিন আনসার, শেখ ওয়াহিদুর রহমান একাডেমি’র অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, উপজেলা বিএনপি’র সহ সভাপতি আতাউর রহমান, আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, রোটারিয়ান ফখর উদ্দিন প্রমুখ।

সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, বিয়ানীবাজার থেকে যে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম- সে সামাজিক শিক্ষাকে পুজি করে সেখানকার বাংলাদেশীরা দেশ ও কমিউনিটির জন্য কাজ করছেন। আমি সেই সব মহান মানুষের সঙ্গ দিয়ে দেশের জন্য কাজ করছি। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সংগঠন বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি ইন্ক বিয়ানীবাজারের বিভিন্ন দুর্ভোগের সময় দুর্গতদের পাশে থেকেছে। সে সংগঠনের একজন কর্মী হিসাবে আমরা কাজ করছি এবং আমেরিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি’র সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, পৌর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক এবাদ আহমদ, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাংবাদিক রাজু ওয়াহিদ, হাসান শাহরিয়ার, শাবুল আহমেদ, জহির উদ্দিন,পলাশ আফজাল, শিপার আহমদ পলাশ, আবু তাহের রাজু, তাজবীর আহমদ ছাইম, আহমদ রেজা চৌধুরী, শহিদুল ইসলাম, হুইপ সেলিম’র একান্ত সচিব রুহুল আমিন রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন বীমা কর্মকর্তা বেলাল আহমদ, সুজন আহমদ, জেলা ছাত্রলীগের সদস্য কাওছার আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, এবিএস ছিদ্দিক, জাবের অাহমদ, মাহমুদ হোসেন, জুয়েল আহমদ, স্বপন আহমদ, রুহেল আহমদ, নোমান অাহমদ, জাতীয় ছাত্রসমাজ নেতা মান্না আহমদ, শফিউর রহমান প্রমুখ।