সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান, পঞ্চখণ্ডের ভূমিপুত্র অধ্যাপক একেএম গোলাম কিবরীয়া তাপাদারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে এ জানাজা হয়। এতে অংশ নেন বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণীপেশার শোকার্ত মানুষ।

এর আগে দুপুর দেড়টার দিকে অধ্যাপক গোলাম কিবরীয়ার মরদেহ নেওয়া হয় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে। সেখানে হাজারো মানুষ শেষবারের মতো তাকে দেখতে এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করার জন্য ভিড় করেন।

এদিকে, শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটের সময় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন অধ্যাপক একেএম গোলাম কিবরীয়া তাপাদার। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‌বিয়ানীবাজারের চারখাইয়ে ব-জ্র-পা-তে এক কৃষকের মৃ-ত্যু