বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব পেয়েছেন মো. রোমান মিয়া। তিনি সিলেট সদরের সহকারি শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। বিয়ানীবাজার উপজেলায় পাবলিক সার্ভিস কমিশন থেকে সরাসরি নিয়োগ বা পদায়ন করা হলে তিনি আবার স্বপদে ফিরে যাবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও সারাদেশে ৫১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) এসব কর্মকর্তাকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়ে নতুন দপ্তরে পদায়ন করে আদেশ জারি করেছে।

চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না উলে­খ করে আদেশে বলা হয়েছে, উক্ত পদে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরাসরি কর্মকর্তা নিয়োগ বা পদায়ন করা হলে এসব কর্মকর্তাদের আগের পদে ফেরত যেতে হবে। চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তার পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পদ বা ফিডার পদ শূন্য ঘোষণা করা যাবে না।

চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

বিয়ানীবাজার পৌরশহরে ঢাকনাবিহীন ড্রেনে বাড়ছে দুর্ভোগ-দুর্ঘটনা