বিয়ানীবাজার নিউজ ২৪। ০৫ মার্চ ২০১৭।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ত্রিশ লাখ শহীদের আত্মদানে অর্জিত এ দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধীদের সাথে আঁতাত করে কিছু বিশেষ মহল দেশের অগ্রযাত্রা রুখতে চায়। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তলাবিহীন জুড়ির দিন অনেক আগে শেষ হয়েছে। এখন উন্নয়ন ও অগ্রযাত্রার দিন। সারা বিশ্বের উন্নয়নশীল দেশের কাছে বাংলাদেশ এখন মডেল। তিনি বলেন, যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করে বিদেশে পাচার করেছিল তাদের বিরুদ্ধে সজাগ থাকতে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এখন খাদ্য বিদেশে রপ্তানি করি- যা কয়েক বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি। যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নতিতে বাংলাদেশ এখন সারা বিশ্বের মধ্যে উন্নয়ন অগ্রদূতের প্রতীক।

রবিবার দুপুরে উপজেলার কুড়ারবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হোসেন আহমদের সভাপতিত্বে এবং কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেরা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এড. আব্বাছ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, আওয়ামী লীগ নেতা আলমগীর হোমেন রুনু, শিক্ষক আব্দুল মোমিত প্রমুখ।

সকালে গোবিন্দ্রশ্রী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুরে উত্তর আকাখাজানা দাখিল মাদ্রাসার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার কারিগরি শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষা জীবন শেষে আমাদের সন্তানের নিজেদের যোগ্যভাবে গড়ে তুলতে পারে- এসব বিবেচনা করে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আনা হচ্ছে। মন্ত্রী বলেন, আমাদের শিক্ষানীতি বাস্তবায়ন শেষে হলে দেশে শিক্ষা ব্যবস্থায় কোন বৈষম্য থাকবে না। যারাই শিক্ষা নিয়ে ব্যবসা করার চিন্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।