শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবস উপলক্ষে দিনব্যাপী বিয়ানীবাজারে নানা কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙণে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় অংশ নেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, উদযাপন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকতা টিটু কুমার দে, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বাস্তব জীবনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনরা।…

আয়োজিত শোভাযাত্রা শেষে উপজলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

‌ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতামূলক সভা