বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ জুন ‘শহীদ মনু মিয়া দিবস’ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে আজ শুক্রবার (৭ জুন) বিকেলে বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামে স্থাপিত ৬৬’র ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

স্মৃতিস্তম্ভের বেদিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ। এরপর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক-সাংবাদিক খালেদ সাইফুদ্দীন জাফরী, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধূ ভুষণ, লেখক আজিজুস সামাদ শামীম, শহীদ মনু মিয়ার ভ্রাতা ইকবাল হোসেন, সমকাল সুহৃদ সমাবেশ বিয়ানীবাজার’র সভাপতি কবি ওয়ালী মাহমুদ,  বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালিন প্রভাষক আরবাব হোসেন খান, বিয়ানীবাজার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মানিক উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক প্রমুখ।

পুষ্পার্ঘ অর্পন শেষে বাদ আছর উত্তর নয়াগ্রাম বায়তুল জান্নাত জামে মসজিদে শহীদ মনু মিয়াসহ সকল ছয়য় দফা আন্দোলনের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।