বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ জুন ‘শহীদ মনু মিয়া দিবস’ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামে স্থাপিত স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

স্মৃতিস্তম্ভের বেদিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ। এরপর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, বিয়ানীবাজার পৌরসভা, মুক্তিযুদ্ধ অনুশীলন শুক্তিযুদ্ধ পাঠাগার, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগ, নবীন সংঘ নয়াগ্রামের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপত দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতি ও শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক-সাংবাদিক খালেদ সাইফুদ্দীন জাফরীর সঞ্চালনায় স্বাধিকার আন্দোলনের পঠভূমির উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিতযশা সাংকাদিক সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধূ ভুষণ, সোস্যাল অর্গানাইজেশন বিয়ানীবাজারের সভাপতি শাহাব উদ্দিন মৌলা, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক ফয়ছল আহমদ, ব্যবসায়ী লুৎফুর রহমান, সমকাল সুহৃদ সমাবেশ বিয়ানীবাজার’র সভাপতি কবি ওয়ালী মাহমুদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাহানুল ইসলাম লায়েক, শিক্ষক লুৎফুর রহমান, সংস্কৃতি কর্মী আহমদ হোসেন খানসহ আরো অনেকে।

স্বাধীকার আন্দোলনে প্রথম শহীদ মনুমিয়া বিয়ানীবাজারের সন্তান এ কথা উল্লেখ করা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বলেন, মনুমিয়ার আাত্মদান আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সবার দায়িত্ব।

পুষ্পার্গ অর্পন শেষে শহিদ মনুমিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।