বিয়ানীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

পরে শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের স্মৃতিচারণ করে এক মিনিট নীরবতা পালন হয়।